কম খরচে এক দিনে কক্সবাজার ভ্রমন: বিস্তারিত আলোচনা
যারা একদিনেই কক্সবাজার ভ্রমণ করতে চান , তাদের জন্য এই লেখা। পুরো ব্যাপারটাই সহজ। রাতে যেকোনো গাড়িতে বা বাসে রওনা দিয়ে ভোর হতেই চলে আসুন কক্সবাজার। রাতে ঢাকা থেকে যেসব বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেসবের সবগুলোই সকাল ৬ টা থেকে ৮টার মধ্যে কক্সবাজারে পৌঁছায়। সকালে এসব বাস আপনাদের কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট খুবই কাছেই নামিয়ে দেব। সুগন্ধা বিচ পয়েন্টের কাছাকাছি বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এগুলোর যেকোনো একটিতে ওয়াশরুম/ ফ্রেশ হয়ে সকালের নাস্তা করেই চলে আসুন সুগন্ধা বিচে। এই বিচের ধারেও বেশ কিছু অস্থায়ী খাবারের দোকান আছে, সেখান থেকেও সকালের নাস্তা খেতে পারবেন। সুগন্ধা সৈকতে ঘুরাঘুরি করুন ইচ্ছামতো। এক/দেড় ঘন্টা ঘুরাঘুরি করে সৈকতের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসুন লাবনী পয়েন্টে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। ছবি তুলুন ইচ্ছা মতো। সব মিলিয়ে সকাল ১১ টা পর্যন্ত সুগন্ধা ও লাবনী পয়েন্ট ঘুরাঘুরি করে একটা অটো রিকশা/সিএনজি ভাড়া করুন। মেরিন ড্রাইভ হয়ে প্র...