কম খরচে এক দিনে কক্সবাজার ভ্রমন: বিস্তারিত আলোচনা
যারা একদিনেই কক্সবাজার ভ্রমণ করতে চান, তাদের জন্য এই লেখা। পুরো ব্যাপারটাই সহজ। রাতে যেকোনো গাড়িতে বা বাসে রওনা দিয়ে ভোর হতেই চলে আসুন কক্সবাজার। রাতে ঢাকা থেকে যেসব বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়, সেসবের সবগুলোই সকাল ৬ টা থেকে ৮টার মধ্যে কক্সবাজারে পৌঁছায়। সকালে এসব বাস আপনাদের কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট খুবই কাছেই নামিয়ে দেব। সুগন্ধা বিচ পয়েন্টের কাছাকাছি বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এগুলোর যেকোনো একটিতে ওয়াশরুম/ফ্রেশ হয়ে সকালের নাস্তা করেই চলে আসুন সুগন্ধা বিচে। এই বিচের ধারেও বেশ কিছু অস্থায়ী খাবারের দোকান আছে, সেখান থেকেও সকালের নাস্তা খেতে পারবেন। সুগন্ধা সৈকতে ঘুরাঘুরি করুন ইচ্ছামতো। এক/দেড় ঘন্টা ঘুরাঘুরি করে সৈকতের ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসুন লাবনী পয়েন্টে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটান। ছবি তুলুন ইচ্ছা মতো। সব মিলিয়ে সকাল ১১ টা পর্যন্ত সুগন্ধা ও লাবনী পয়েন্ট ঘুরাঘুরি করে একটা অটো রিকশা/সিএনজি ভাড়া করুন। মেরিন ড্রাইভ হয়ে প্রথমে ইনানী বিচ, তারপর পাটুয়ারটেক পর্যন্ত। তারপর আবার ফেরার পথে হিমছড়ি হয়ে কলাতলী বিচে নামিয়ে দিবে। এভাবে ভাড়া ঠিক করুন, অটোতে রিজার্ভ ভাড়া করলে ৭০০ টাকার বেশি হবে না। তবে অটোতে ওঠার আগে রাতে ঢাকায় ফেরৎ বাসের টিকিট কনফার্ম করে অটোতে উঠবেন। অটো ভাড়া করে প্রথমেই মেরিন ড্রাইভ হয়ে চলে যাবেন ইনানী বিচে, তারপর পাটুয়ারটেক বিচে। পাটুয়ারটেক বিচে যেতে যেতে দুপুর ২ টা বাজবে। তাই সেখানে লোকা খাবারের স্বাদ নিতে নিতে দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে। লাঞ্চ করে পাটুয়ারটেক বিচে আড্ডা দিন। সেন্টমার্টিনের মতো পাটুয়ারটেকের সুমুদ্র সৈকত সত্যি অসাধারণ সুন্দর। একদিকে পাহাড় অপরদিকে দৃষ্টি নন্দন প্রবাল পাথরের সৈকত। সত্যি মুগ্ধ করার মতো। যা হোক এখানে ঘুরাঘুরি শেষ করে প্রায় সাড়ে তিনটার দিকে চলে আসুন হিমছড়িতে। এখানে একটা ঝর্না আছে, সন্দর্য্য বর্ধনের কারণে স্থানটা আর্টিফিসিয়াল মনে হতে পারে। তবে পাহাড়ের উপরে উঠে মনটা ভড়ে যাবে নিশ্চয়। কারণ পাহাড়ের উপর থেকে সৈকতের ভিউটা সত্যি অসাধারণ। এখানে বেশি সময় না থেকে, আবার মেরিন ড্রাইভ হয়ে চলে কলাতলি বিচে। গোধূলি বেলায় এখানে বেশ ভালো লাগবে। সন্ধ্যা পর্যন্ত এখানেই থাকুন।এরপর হালকা নাস্তা করে, স্থানীয় বাজার থেকে কেনা কাটা করে পাশেই কোনো একটিা রেস্টুরেন্টে ফ্রেশ ও ওয়াশ রুম হয়ে রাতের খাবার খেয়ে নিন। তারপর ফিরতি বাসে ঢাকায় চলে আসুন।
সাবধানতা:
কক্সবাজার সমুদ্র সৈকতে মেয়েদের গোসল করলে অন্য কেউ ভিডিও করছে কিনা সচেতন থাকুন।
কক্সবাজার হোটেল ভাড়া কত ২০২৩ সাল অনুযায়ী গুগলে যাচাই করে নিন।
কক্সবাজার ভ্রমণ বিষয়ে বিস্তারিত জেনে যাবেন আগেই।
কক্সবাজার হোটেল ভাড়া সম্পর্কে ও পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন।
Comments
Post a Comment