দ্রুতযান এক্সপ্রেস | ঢাকা টু পঞ্চগড় ট্রেন | সময়সূচি ও ভাড়া


 দ্রুতযান এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের একটি আন্তঃনগর ট্রেন যা রাজধানী ঢাকা এবং উত্তরের জেলা পঞ্চগড়ের মধ্যে চলাচল করে। এটি বাংলাদেশের দ্রুততম ট্রেনগুলির মধ্যে একটি।

 সময়সূচী:

 এই ট্রেন পঞ্চগড় রেলস্টেশন থেকে সকাল ৭:২০ টায় ছেড়ে সন্ধ্যা ৬.৫৫ টায় ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। অন্যদিকে,  ঢাকা থেকে রাত ৮ টায় ছেড়ে ভোর ৬.৪৫ টায় পঞ্চগড় পৌঁছায়।

ঢাকা থেকে পঞ্চগড় রুটে এই ট্রেন বিভিন্ন রেল স্টেশনে স্টপেজ দেয়। এগুলোর মধ্যে ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু, জামতৈল, চাটমোহর, নাটোর, আত্রাই, সান্তাহার, আক্কেলপুর, জয়পুরহাট, পাঁচবিবি, বিরামপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরির বন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রুহিয়া, কিসমত, পঞ্চগড়।

ভাড়া:

 দ্রুতোজান এক্সপ্রেসের টিকিটের দাম খুব বেশি নয়। এতে অনেক ধরনের সিট ক্যাটাগরি রয়েছে সেগুলো হলো সোভন চেয়ার ৫৫০ টাকা, স্নিগ্ধা চেয়ার ১০৬০ টাকা, বার্থ সিট ১২৬০×৪ টাকা । আপনি এক ধরণের আসন বেছে নিতে পারেন এবং আপনার ভ্রমণ করতে পারেন।


ট্রেনটি দেখতে উপরের ভিডিও লিংক ক্লিক করুন।

Comments

Popular posts from this blog

দেবতাখুম ভ্রমন। বান্দরবন

পুলিশ বাজার । শিলিং । মেঘালয় । ভারত