শিলিগুড়ি থেকে শিলং ভ্রমন | কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ও লোকল বাস

শিলং হলো মেঘালয়ের রাজধানী । ভ্রমণপ্রিয় মানুষের জন্য একটি জনপ্রিয় স্থান। সহজেই শিলং-এ ভ্রমনের জন্য নিচের তথ্যগুলো জেনে নিতে পারেন। 

১ম ধাপ- শিলিগুড়ি শহর থেকে যেকোনো লোকল যানবাহনে প্রথমে যেতে হবে নিউ জলপাগুড়ি রেলস্টেশন। নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে সন্ধ্যার মধ্যে যাওয়াই ভালো। সন্ধ্যার পর থেকে বেশ কিছু ট্রেন ছেড়ে চলে যায় গুয়াহাটি পর্যন্ত। আবার সন্ধ্যায় বা রাতে ট্রেনে চড়তে পারলে ভোর হওয়ার আগেই গুয়াহাটি পৌছানো যায়। ভোর নাগাদ পৌঁছাতে পারলে সহজেই সকাল সকাল শিলং যাওয়া যায়।

২য় ধাপ- নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে যেকোনো ট্রেনে যেতে হবে গুয়াহাটি। নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে রাতের মধ্যে ট্রেনে উঠতে পারলে ভালো। এতেকোরে ভোরঅব্দি গুয়াহাটিতে পৌঁছানো সম্ভব। সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ১১.০০ টা পর্যন্ত বেশ কিছু ট্রেন গুয়াহাটি যায়। এগুলোর মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন বেস্ট। কারণ হলো ভোর ৫.০০টার মধ্যে এই ট্রেন গুয়াহাটিতে নামিয়ে দেয়। রাত ৮.৩০ টায় নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে ছাড়ে এই ট্রেন।

৩য় ধাপ- ভোর হতেই গুয়াহাটি রেলস্টেশনে পৌঁছনোর পর প্লাটফরমে ১০-১৫ অপেক্ষা করুন। এরপর ফ্লাইওভার দিয়ে দক্ষিণ দিক দিয়ে বেড়িয়ে হতে হবে। কারণ দক্ষিণ দিকে গুয়াহাটির পল্টন বাজার বাস স্টান্ড রয়েছে। পল্টন বাজারের ASTC বাস স্টান্ড থেকে সকাল ৭ টা থেকে এক ঘন্টা পরপর শিলংএর উদ্দ্যেশে বাস ছেড়ে যায়। চেষ্টা করবেন প্রথম বাস ধরতে, ৭ টায়। কারণ, ৭ টার বাস ধরতে পারলে সকাল ১০.৩০ টার মধ্যে শিলং পৌঁছানো সম্ভব।

৪র্থ ধাপ- সকাল ১০.৩০ টা থেকে ১১.০০ টার মধ্যে শিলং পৌঁছতে পারলে যেকোনো হোটেলে উঠে পারবেন। শিলং-এর পুলিশ বাজারেই যে MTC বাস স্টান্ড রয়েছে তার আশেপাশে অনেক হোটেল রয়েছে। আর পুলিশ বাজেরর গোল চত্ত্বর থেকে টেক্সি ভাড়া করে নিয়ে আশেপাশে ঘুরে আসতে পারেন আপনার পছন্দ মতো।

উপরের ভিডিও লিংকটি দেখতে পারেন। কোথায় কোথায় ভিজিট করা যায়, তার বর্ণনা দেওয়া আছে।

Comments

Popular posts from this blog

দ্রুতযান এক্সপ্রেস | ঢাকা টু পঞ্চগড় ট্রেন | সময়সূচি ও ভাড়া

দেবতাখুম ভ্রমন। বান্দরবন