পুলিশ বাজার । শিলিং । মেঘালয় । ভারত
পুলিশ বাজার হলো ভারতের মেঘালয়ের রাজধানী শিলং-এর প্রাণকেন্দ্র। শিলং শহরের বিভিন্ন পয়েন্ট থেকে সাতটি লিংক রোড এসে মিলিত হয়েছে পুলিশ বাজারে। লিংক রোডগুলোর এই মিলনস্থানকে সেন্ট্রাল পয়ন্ট হিসেবে পরিচিত। মেঘালয়ে ঘুরতে আসা প্রায় সব পর্যটক এর আশেপাশের হোটেলগুলোতে অবস্থান করে। পুলিশ বাজার থেকে মেঘালয়ের বিভিন্ন জেলায় যাওয়ার আন্ত:জেলা বাস পাওয়া যায়। পুলিশ বাজারের জেল রোডেই সাথেই এমটিসি বাস স্টান্ড। সেখান থেকে যাবতীয় বাস সার্ভিস রয়েছে। এছাড়াও পুলিশ বাজারের সেন্ট্রাল পয়েন্ট থেকে বিভিন্ন রুটের শেয়ার গাড়ি ও ট্যাক্সি ভাড়ায় পাওয়া যায়। এখান থেকে রিজার্ভ গাড়িও ভাড়া পাওয়া যায়। পর্যটকরা জেল রোডের হোটেলগুলোতে থাকতে পছন্দ করে। এর কারণ হলো এই রোডেই সস্তায় সব কিছু পাওয়া যায়। এছাড়ও কুইন্টাল রোড ও জিএস রোড দুটিও পর্যটোকদের নিকট পছন্দ। এসব রোডের দুই ধারে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট স্ট্রিট ফুড শপ শপিং মল ইত্যাদির কারণে সবসময় ভির জমে থাকে। আরা সন্ধ্যায় আড্ডা দেয়ার জন্য সেন্ট্রাল পয়েন্ট সবার প্রিয়। উপরের ভিডিও লিংটি দেখতে পারেন ।
#পুলিশবাজার #শিলং #মেঘালয় #policebazar #shillong #meghalaya
police bazar shillong
police bazar shillong hotel
police bazar to dawki distance
police bazar shillong shopping
Comments
Post a Comment