সাঙ্গু নদী ও ঋজুক ঝর্ণা | বান্দরবন ভ্রমন

বান্দরবনের এক অপরূপ নদীর নাম সাঙ্গু। আর এই নদীর মাঝে প্রায় ৩০০ ফুট উপর থেকে সারা বছর ঝিমঝিম শব্দে জলধারায় মুখরিত থাকে ঋজুক ঝর্ণা। এই ঝর্ণা দেখতে হলে যেতে হবে বান্দরবনের রুমা বাজারের নৌকা ঘাটে। সেখান থেকে সাঙ্গু নদীতে ৫ কিমি দক্ষিনদিকে এগুলেই দেখা মিলবে প্রকৃতির অপরূপ এই ঝর্ণা। সেই সাথে উপভোগ করা যাবে সাঙ্গু নদীর সৌন্দর্য্য। দুই পাশে পাহাড় আর সবুজ বনের মধ্য দিয়ে এগুতে থাকবে নৌকা। সময় লাগবে প্রায় ২০-২৫ মিনিটি। এরপর দেখা যাবে পাহাড়ের উপর থেকে ঝিমঝিম শব্দের জলপ্রপাত। এটাই ঋজুক ঝর্ণা।

কিভাবে যাবেন?

বান্দরবন শহর থেকে সোজা চলে যেতে হবে রুমা সদর উপজেলা বাজারে। চাঁদের গাড়ি রিজার্ভ করে যেতে পারেন। তবে বাস সার্ভিসও আছে। বান্দরবন থেকে রুমার দূরত্ব ৬৬ কিমি। সেই হিসেবে বাস ভাড়া। রুমা বাজারের পাশেই রুমা নৌকা ঘাট। সেখানে যেকোনো নৌকার মাঝির সাথে দর কষাকষি করে চলে যেতে পারবেন ঋজুক ঝর্ণায়। নৌকার ভাড়া যাওয়া-আসা এবং ঝর্ণায় ১-২ ঘান্টা অবস্থানসহ ১৫০০-২০০০ টাকা। তবে মনে রাখবেন, একটি নৌকায় ৫ জনের বেশি উঠবেন না।

উপরের ভিডিও লিংকটি দেখতে পারেন।

 

Comments

Popular posts from this blog

দ্রুতযান এক্সপ্রেস | ঢাকা টু পঞ্চগড় ট্রেন | সময়সূচি ও ভাড়া

দেবতাখুম ভ্রমন। বান্দরবন

পুলিশ বাজার । শিলিং । মেঘালয় । ভারত