কেউক্রাডং | কেওক্রাডং | বাংলাদেশের পর্বত শৃঙ্গ


কেওক্রাডং বা কেওকাড়াডং বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ধরা হতো। বর্তমান গবেষণায় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল তাজিংডং। কেওক্রাডং বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। শৃঙ্গের শীর্ষে সেনাবাহিনী কর্তৃক উৎকীর্ণ যে ফলক দেখা যায় তাতে এর উচ্চতা লেখা হয়েছে ৩,১৭২ ফুট। কেওক্রাডং শব্দটি মারমা ভাষা থেকে এসেছে। মারমা ভাষায় কেও মানে 'পাথর', কাড়া মানে 'পাহাড়' আর এবং ডং মানে 'সবচেয়ে উঁচু'। অর্থাৎ কেওক্রাডং মানে সবচেয়ে উঁচু পাথরের পাহাড়।


কিভাবে যাবেন?

বান্দরবান শহর থেকে যেকোনো চাঁদের গাড়ি রিজার্ভ করে প্রথমে যেতে হবে রুমা বাজার। বান্দরবন থেকে রুমা বাজার দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। বান্দরবান থেকে রুমা পর্যন্ত বাস সার্ভিসও চালু আছে। ইচ্ছা করলে বাসেও যাওয়া যাবে। চাঁদের গাড়ি রিজার্ভ ৬-৭ হাজার টাকা। একসঙ্গে ১৪ জন যাওয়া যায়। আর বাস ভাড়া ৬০ কিলোমিটার হিসাবে সরকারি রেট অনুযায়ী জনপ্রতি যা হয় তাই। রুমা বাজারে গিয়ে সেখানে রুমা পুলিশ স্টেশন থেকে একটি ট্যুরিস্ট ফরম সংগ্রহ করতে হবে। সেই ফরমে যাবতীয় তথ্য পূরণ করে রুমা বাজারের আর্মি ক্যাম্পে যেতে হবে। ক্যাম্প থেকে অনুমতি নিতে হবে বগা লেক পর্যন্ত। বগা লেকে গিয়ে আবার আর্মি ক্যাম্পে অনুমতি নিয়ে যাওয়া যাবে কেউক্রাডং। রুমা বাজার থেকে বগালেক পর্যন্ত চাঁদের গাড়িতে যেতে হয়। সময় লাগবে ৩০ মিনিট। দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। বগা লেকে গিয়ে আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে পাহাড়ি পথে ট্রাকিং করে যেতে হয় কেউক্রাডং। সময় লাগবে প্রায় চার ঘন্টা। কেউক্রাডং যেতে হলে অবশ্যই গাইড সাথে নিতে হবে। রুমা বাজারে গেলে যে কাউকে জিজ্ঞেস করলে গাইডের সন্ধান করিয়ে দিবে। ফরম সংগ্রহ এবং ক্যাম্পে অনুমতির বিষয়ে এই গাইডই হেল্প করবে।

Comments

Popular posts from this blog

দ্রুতযান এক্সপ্রেস | ঢাকা টু পঞ্চগড় ট্রেন | সময়সূচি ও ভাড়া

দেবতাখুম ভ্রমন। বান্দরবন

পুলিশ বাজার । শিলিং । মেঘালয় । ভারত